তোমায় নিয়ে আজও ভাবি
গল্প সাজায় রোজ।
মনের মনিকোঠায়,
যত্নে করে রাখি তোমার খোঁজ।
আজও আছি পাশাপাশি
আলোছায়ার মতো।
খোঁজ নিয়ে দেখো
রিক্ততা মনে, তবুও বাসি আলোর মতো।
নতুন করে বাঁচতে ইচ্ছে করে
স্বপ্ন দেখতে রোজ।
মস্তিষ্ক রোগে কুড়ে খাই,
নিস্তব্ধ বলে চুপ।
ডায়েরির পাতায় যত্নে রাখা
তোমার দেওয়া কথা।
পিছু কিছু টান আবারও তাড়া করে,
দেয় যে অসহ্য ব্যাথা।