[ad_1]
তোমার হল শুরু, আমার হল সারা
সৃষ্টিতে প্রথম আলোর জ্বলা
তোমার মধুর বাণী ছিল আগমন
আমার চোখে স্বপ্ন ছিল সুখময় জীবন।
তোমার হাতে ছিল সৃষ্টির কারণ
আমার হাতে ছিল সৃষ্টির প্রণ
তোমার বিচার ছিল আমার আদর্শ
আমার মতামত ছিল তোমার কাজের প্রতিফল।
তোমার হল সুখের প্রথম স্বর্গ
আমার হল তোমার প্রেমের উদ্যান
তোমার জীবন ছিল জ্ঞানের উজ্জ্বল দীপ
আমার মনে ছিল তোমার সাধনার প্রতিফল সম্পূর্ণ।
তোমার হল জীবনের আনন্দ
আমার হল তোমার প্রেমের বৃদ্ধি
তোমার হল বিশ্বের শান্তি ও সম্মান
আমার হল তোমার সেবা ও অধিকার সমমান।
তোমার হল শুরু, আমার হল সারা
স্বপ্নের দুনিয়ায় তোমার ছিল কাজ
আমার হল সেই কাজ সম্পন্ন করা
তোমার হল শুরু, আমার হল সারা।
তোমার হল শুরু আমার হল সারা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]