[ad_1]
তোমার অপেক্ষায় হৃদয় আঁধারে ভাসে।
হায় তুমি কোথায়?
তোমার ছায়ার আমি কত কথা ছাপি।
তবুও পাই না তোমার দেখা;
হায় তুমি কোথায়?
তোমাকে খুঁজে ফিরি;হাঁটি সমুদ্রের সৈকতে, কোথায় তুমি বলো,থাকো কার হৃদয়ে ?
হাসো পুষ্পের হাসি!
আমি বড় একাকী;
তুমি কোথায়? – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
তুমি কোথায় কবিতাটি এ.কে দীপক সরকার দাদা কে উৎসর্গ করলাম।
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
[ad_2]