[ad_1]
তোর প্রতি ভালোবাসা-
আজন্মকাল আমার।
ভালোলাগার চেয়ে একটু বেশি,
ভালোবাসার চেয়ে একটু কম,
কিছুটা খুনসুটি, কিছুটা পাগলামি
মান অভিমানের পালা।
তোর প্রতি ভালোবাসা-
আদন্মকাল আমার।
সকল ভাবনা সকল সময়,
সঙ্গ দিবি তুই।
ক্লান্ত দুপুর পায়ে নুপুর –
নিঝুম শব্দ করে।
ভালোবাসা, ভালোলাগে
ভালোবাসি তরে।।
ভালোবাসি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]