[ad_1]
সেদিন ও হয়েছিল দেখা;
বাসন্তী সাজে –
পূর্ব কোনের মাঠে,
জলদ্বারা বয়ে ছিলো-
তোমার চোখের কোনে।
নিলে শেষ বিদায়-
আর পেলাম না দেখা,
ওহে বিপাশা-
পূর্ণতা পেলাম কোথায় আর?
সহস্র বছর অপেক্ষায়!
রয়েছি আমি একা;
শেষ হ’ল জীবনের সব লেনদেন
পড়ে রইল সবি;
পৃথিবীকে করে গেলো শূন্য মরুভূমি।
শূন্য মরুভূমি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
#দীপ্ত
এখানে এপর্যন্ত ১২টি মন্তব্য এসেছে।
[ad_2]