[ad_1]
আসিস না একদিন’
দিনটা কোথায় পাই?
সকাল থেকে রাত-
টানাটানির ঘাই।
যোগাযোগের পথ‚
চলাও কি আর হয়?
সময় কি যায় বলা?
কার নেই কার রয়-
আসিস না একদিন’
আগাম ছিল ডাক!
সঙ্গ পেতে খুঁজছিল কেউ
অবসরের ফাঁক।
ফাঁক মানে ফুরসত-ই
যায় না হিসেব কষা।
আসিসনা একদিন’
হয়তো বলতে চাওয়া কথা।
আসিস না একদিন – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]