[ad_1]
প্রতিটি ভোর মানেই
নতুন এক নিদর্শন-
পাখিদের কোলাহলে
মুখরিত চারপাশ।
আঁধার কেটে যেমন পাই
আলোর সন্ধান‚
দুঃখের পর বুঝি
সুখ কতো মূল্যবান।
দুঃখের পর আসে সুখ‚ দুঃখ নয়।
আঁধার কেটে আসে আলো‚ আঁধার নয়।
আঁধারময় জীবনটা করলে সবর-
এতেই রয়েছে সফলতার পথ‚
নেই কোন ভিন্ন মত।
আলোর সন্ধান – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]