[ad_1]
খুশি এসো‚ যখন খুশি এসো‚
পথের পাশেই দাঁড়িয়ে আছি—
বুকের ভিতর সিংহাসন‚
বসবে এসো।
যেদিন খুশি এসো‚ যখন খুশি এসো‚
অসুখ করলে এসো‚ মন খারাপে এসো‚
মধ্য দিনে‚ দিনের শেষে এসো—
এসো‚ পথ হারালে এসো।
যদি ভালবাসো‚ এসো
ভালবাসার বিশেষ দিন হয়না;
যেদিন খুশি এসো‚ যখন খুশি এসো।
যখন খুশি এসো – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]