[ad_1]
কি এমন হবে ক্ষতি
যদি অঝোর বৃষ্টিতে‚
ভাবো আমার কথা
মনের জানালা খুলে।
কি এমন হবে ক্ষতি
যদি বসন্তে ভালোবাসা
পলাশ ফুল দাও
আমার হাতে ;
কি এমন হবে ক্ষতি
যদি নিশীত গোপনে ‚
ডাকি বাঁশঝাড়ের কাছে
হাতে লাল নীল বাহারি চুড়ি।
কি’বা ক্ষতি হবে শুনি‚
যদি তোমায় ভালবাসি বলি।
কি এমন হবে ক্ষতি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]