[ad_1]
আজ এমন একলা ক্ষনে
বসে বসে একা —
ছিলোনা কোন কাজ‚
তাই কবিতা লিখতে বসা।
হঠাৎ দেখি সূর্যের আলো
কোথায় গেলো হারিয়ে‚
তখন একটু একটু সন্ধ্যা আলো
দিলো হাতটা বাড়িয়ে।
একটু পরেই চারিদিকে
ভীষণ অন্ধকার‚
এভাবেই আজকের দিনটা
শেষ হলো আমার।
দিনপঞ্জি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]