[ad_1]
ভালোবাসা চোখে চোখে
ভালোবাসা বুকে বুকে‚
ভালোবাসা বেঁচে থাকে
ভালোবাসার বাঁকে বাঁকে।
ভালোবাসার ফুল ফোটে
বিষমুক্ত ঠোঁটে ঠোঁটে‚
ভালোবাসা সেজে ওঠে
ভালোবাসার সুবাস ছোটে।
ভালোবাসা নয় কল্প স্বপন
ভালোবাসা সত্য সুন্দর জীবন‚
ভালোবাসা নয় রঙ্গিন ভুবন
ভালোবাসা সাতরঙা রঙধনু মন।
রঙধনু মন – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]