[ad_1]
উর্ধ্ব গতিতে রবির কিরণ
ক্রমেই যাচ্ছে বেড়ে‚
বাতাসের গতি যাত্রা ঘুরিয়ে
দখিনা হচ্ছে তেড়ে।
পলাশ শিমুল তরুরা জাগায়
শাখেতে লালের কলি‚
শীঘ্র পাইবে দখিনা বাতাস
রবিকর যায় বলি।
বসন্তরাজে আগমনী সাজে
বনে বনে পড়ে সাড়া‚
যদিও এখনো রয়েছে ধরায়
শীতের কিছুটা হাওয়া।
বসন্তের আগমন – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]