[ad_1]
তুমি চলে গেলে-
সবই চেয়ে ছিল তোমার পানে,
মেঠো পথের ধুলিকণা,সবুজ ঘাস-
বৃক্ষ সহ সকল পক্ষিকূল.!
প্রতীক্ষারত রাত’ও জেগে ছিল-
চাঁদহীন,তারাহীন নিস্তব্ধ.!
তুমি চলে গেলে উড়িয়ে মেঘ কালো চুল-
কখন কোথায় কবে ঝরে ছিল ফুল.!
তুমি এসে চলে গেলে-
সে তো ভাবনা তে’ও ভুল.!!
তুমি চলে গেলে – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]