[ad_1]
যদি এরপর ফিরে এসে দেখেন;
প্রিয় ডাকনাম;
আমি আর নাই!
উবে যাওয়া,
সকালের শিশিরের মতন
ফুরিয়ে যায় যদি—
জীবনের আয়ু!
তবে দুঃখ না পেয়ে—
একবার সূরা ফাতিহা পড়বেন,
সূরা ইখলাসের সাথে মেশাবেন…
আন্তরিকতার জল।
রওজায় সালাম দিবেন—
সাথে ইস্তেগফার।
ভালোবাসি;বিনিময়ে এইটুকু মিনতি আমার।
বোধ-মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]