[ad_1]
কোলাহল থেকে কিছুটা দূরে এসে
কানে গুঁজেছি গোলাপ ফুল;
হাতে বালা; গলায় মালা।
সাদামাটা জীবনে-
তুই রঙিন প্রজাপতি;
জীবনের থেমে যাওয়া নদীতে –
স্রোতের গতি ..!
দিবস রজনী
সোহাগ সুপ্ত কামিনী‚
কাজলে লেখা আমার কাহিনী।
রঙিন প্রজাপতি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]