[ad_1]
এহেন কুয়াশা মাখানো ঘোর-
কারো মনের ডোর;
ভীষণরকম ভাবায়!
হালকা মিষ্টি রোদ_
কিছু মনের বোধ;
সময় করে’ই পালায়!
যাচ্ছে যারা‚ আসছে যারা‚
সবাই একই পথের পথিক;
হারিয়ে গেলে বোঝে সবাই‚
কোনটা ছিলো সঠিক।
কি ছিলো সঠিক – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
এখানে এপর্যন্ত ৮টি মন্তব্য এসেছে।
[ad_2]