[ad_1]
জমজমাট এই শীতে‚
যদি কাছে টেনে নিতে;
দু’চোখ ছুঁত না ঘুম—
মাঝরাত‚ আদর নিঝুম!
তোমার কি মনে পড়ে-
আমাদের সেই শীতকাল;
মনে পড়ে সেই গন্ধ—
গত হওয়া সব সকাল?
আড়াল থেকে সামনে আসো‚
জ্বালিয়ে দাও আলো ..
দূর হ’য়ে যাক সকল আঁধার‚
জমে থাকা কালো।
ভোরের শিশিরে পা ভিজিয়ে‚
সূর্যকে কাছে ডাকো ..
আবার না-হয় নতুন করেই‚
সুখের স্বপ্ন আঁকো।
শেষ থেকে হোক শুরু আবার‚
নতুন কবিতার সূচনা ..
হয় যদি তা সত্যিই ভালোবাসা‚
হোক একটা ঠিকানা।
জ্বালিয়ে দাও আলো – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।
[ad_2]