[ad_1]
আমি চাই না-
তোর কণ্ঠ চিঁড়ে কান্না আসুক,
আমি চাই না-
তোর অশ্রু সজল নয়ন দেখে-
তোকে কেউ করুনা করুক।
আমি চাই না-
তোর অহম ভরা উদ্ধত শির,
নতজানু হোক ঠুনকো,
ভালোবাসার নিকট.!
আমি চাই;
তুই উদ্ধত শির চির উন্নত করে-
প্রনয় কাব্য লিখে যাস,
প্রবঞ্চনার দেওয়ালে দেওয়ালে..!
চাওয়া না চাওয়া – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]