[ad_1]
চোখ দুটো তোর টানা টানা
ঠোঁট দুটো তোর লাল..!
লাজুক রাঙ্গা পুষ্প যেন-
টোল পড়া তোর গাল..!!
ঘন কালো চুলের বেণী-
নাক যেন তোর বাঁশি..!
চোখ দুটিতে গভীর মায়া-
থাকে অধর জুড়ে হাসি.!!
আমি যায় হারিয়ে-
ভালোবেসে আবার ফিরে আসি..!!
এখানে এপর্যন্ত ৬টি মন্তব্য এসেছে।
[ad_2]