[ad_1]
শুভ নব বর্ষ!
দেখা হবে নব বর্ষের শুরুতে
নিজেকে বদলে দেওয়ার সময়
নতুন করে পরিকল্পনার সময়।
নতুন করে শুরু হোক
সেরা চিন্তা ও সিদ্ধান্ত নিয়ে
এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে।
শুভ নব বর্ষ!
অন্বেষণ হোক নতুন কিছু
ফুলে ফুলে ভরে উঠুক পৃথিবী
ভালো থাকুক প্রতিটি প্রাণ।
শুভ নব বর্ষ – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]