[ad_1]
তোমার কথা বলার ধরন;
তোমার চাহনি, তোমার হাসি
এত পাগল করে আমায় যে,
কিছুতেই অন্য কোথাও-
মন স্থির করতে পারি না৷
মুখে মুখে প্রায় তো বলি –
তোমাকে আমি ভালোবাসি না।
সত্যি ই কি আমি তোমাকে ভালোবাসি না?
ভালো যদি নাই বাসি –
তবে কেনো তোমাকে না দেখতে পেলে
ছটফট করে মন?
ভালো যদি নাই বাসি –
তবে কেনো আমার সকল কর্ম ফেলে
তোমার প্রতিক্ষা করি?
ভালো যদি নাই বাসি –
তবে কেনো -ই বা তোমাকে দেখার পর
কবিতার জোয়ার উঠে ডায়েরি পাতায়?
আমি চিৎকার করে বলতে চাই –
আমি তোমাকে ভালোবাসি
ভালোবাসি তোমায়।
ভালোবাসি তোমায় – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]