শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা প্রেম ও তুমি

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮ টাইম ভিউ

[ad_1]

প্রেমিক পুরুষ,
তোমার ওই আলতো ছোঁয়ায়-
রঙিন হোক এই ভুবন।
যেথায় থাকবে না হানাহানি,
আত্মঘাতীর খেলা।
থাকবে নির্মল বাতাস,
সবুজ প্রকৃতি ও ফুল,
আর ভালোবাসা।

চাঁদ হবে!
জ্যোৎস্না হয়ে মিশে রবো।
ভালোবাসা বিলাবো প্রাণভরে!
জগত সংসার সাক্ষী হবে।

না হয় তুমি আকাশ হও!
তোমার অমন বিশালতায়
অনিষ্ট সব বিনাশ হবে।
মুগ্ধ হবো ভালোবাসায়।

প্রেম ও তুমি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

উৎসর্গ – প্রিয়,আব্দুল মালেক ভাই।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |