[ad_1]
এই মাঝরাতে,
সুখেদের ভিড়ে যন্ত্রণা খুজি।
একটা বেসুরো গান মনে করিয়ে দেয়,
তুমি ছারা এ রাত এখনো অসহায়।
চাঁদ হাসে, তারা ঝিমুঝি ছড়িয়ে,
আমার স্বপ্নের জীবন সাজিয়ে,
তোমার ছায়া স্তব্ধ রাত,
ভোরের আলো একাকী দিন।
কেন এত ক্লান্তি এই মাঝরাতে,
মনে করিয়ে দেয় স্মৃতি,
শূন্য বুকে সমুদ্রের কালস্রোত
কন্ঠে জড়তায় তোমার প্রতীক্ষা।
একটি বেসুরো গান মনে করিয়ে দেয়,
ভালোবাসার প্রতিফল হলো না জানা,
তুমি ছাড়া অসহায় আমি কি যে করি,
এ রাত এখনো অসহায় মন খুজি।
এ রাত এখনো অসহায় – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
উৎসর্গ – স্নেহশীষ Pri Tam ।
[ad_2]