[ad_1]
একটা চিঠি ডাকবাক্সে
একটা চিঠি বুকে;
একটা চিঠি উড়িয়ে দিলে
সুখেরও অসুখে—
একটা চিঠি শূন্য হলো
একটা চিঠি একা;
অদূরে ফুল ঝরল‚ দেখে
ভাঙা হাতের লেখা।
আমি কি শুধু একটা চিঠি
আমি তোমার কে?
বললে তুমি হাত দু’টো ধরে
তুমিই আমার সুখ রে!
চিঠি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]