[ad_1]
কোন হইতে আইছো তুমি
মনের ভিতর তাহো;
গপ্পোর মায়ায় বাইন্ধা তুমি
জাগাইয়ো মনের ভিতর আশা..
কাঁপছিলো মন থর থর
হয় যদি কিছু ভুল;
অন্তরে তে উঠলো ঝড়
বইছে ক্যামন পিরিতের ঢল।
জাইনা শুইনা সবশেষে
দুজনে‚ জীবন ডোরে-
বাঁধা হয়ে একখান সুতায়
পিরিতের মধুর জরিয়ে।
জীবন ডোর – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]