[ad_1]
প্রচুর একাকিত্ব অনুভব হলেই,
মন করে কোনদিন হবে না ভাবে।
তবুও কখনো হঠাৎ জাগে একা,
কোনো ভালোবাসা নেই তখন সাথে।
একা হতে হতে অজানা কে জানে,
কেমন ব্যথা লুকিয়ে রাখে মনে।
আসলে সবাই একা জন্মে উঠি,
কেউ নেই কোথাও, থাকে না অপেক্ষায়।
আজন্মকাল একা!
আজন্মকাল একা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]