[ad_1]
ন্যাশনাল ডেস্ক॥ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার ইন্সটিটিউশন অব ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাকরাইল ঢাকাতে।
শনিবার সকাল এগারোটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সম্মেলনের দীর্ঘ প্রতিক্ষার পর্দা উঠে।
সম্মেলন শুরুর আগে ইতিহাসের কালজয়ী নেতা, বাংলাদেশের স্বাধীনতার সূর্য মানব, উপমহাদেশের প্রখ্যাত বাম রাজনৈতিক ব্যাক্তিত্ব ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আইভি আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অবিসংবাদিত নেতা মোজাফফর আহমেদ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত অতিথির আসন অলংকৃত করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির পলিটিক্যাল ব্যুুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ হাজী আল ফারুকী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আহ্বায়ক মোঃ রেজাউর রশিদ খান, জাতীয় পার্টি (জেপি ) সাধারণ সম্পাদক খায়ের সিদ্দিকী আবু ও গনতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক ডা: সাহাদাত।
আইভি আহামেদের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে বক্তারা তুলে ধরেন ১৪ দলের অন্যতম শরীক দল আওয়ামী লীগের সাথে আগামী নির্বাচনে এক্য থাকছে কি থাকছেনা এখনি কোনো সিদ্ধান্ত না। এখনও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। একক আধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগ ১৪ দল গঠন যে ২৩ দফার ভিত্তিতে সেই দফাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৪ বছর আজ ক্ষমতায়। দ্রব্য মূল্যে সাধারণ মানুষ দিশেহারা, ব্যাবসায়ী ও আমলাদের সুবিধা দিতে আওয়ামী লীগ এখন ব্যাস্ত।
বক্ত্যারা আরও বলেন, সংখ্যালঘু ও দলিত নির্জাতনে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথম পর্ব শেষ করে দলীয় নেতাদের উপস্থিতিতে দিত্বীয় পর্বে জেলা ভিত্তিক বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দের বক্তব্য শেষে কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া কার্যক্রম শুরু হয়।
[ad_2]