[ad_1]
মহানন্দ, তুমি অমন করে –
আসো কেনো? আকুল ভাবে –
থা ধীন থা ধীন করে।
হাসো পুষ্পের হাসি সর্বনাশি –
গাও গান অভিনাশি,
নাচে স্বর্গ মর্ত – পাতাল।
ভয়ে কাঁপছে শুক্লাচার্য
আছে যত পাপ তাপ।
সর্বনাশী বিনাশ ভৃগু
মহানন্দ, মহানন্দ
প্রণাম তোমায়।।
মহানন্দ – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]