[ad_1]
আমাদের আজকের আর্টিকেলে থাকছে টেমপ্লেট বা থিম এর ডাউনলোড লিংক সহ, এগুলি কিভাবে কাজে লাগাতে হয় আপনি পারবেন কিনা? যতটুকু সহজ সরল ভাবে আপনার কাছে উপস্থাপন করা যায় তার আলোচনা।
আপনি চাইলে টাকা ইনকাম করতে পারেন কয়েকভাবে। বিভিন্ন টিউটোরিয়াল আর্টিকেল ভিডিও অডিও মিউজিক ইত্যাদি সহ, আপনি উপযোগী কন্টেন্ট প্রকাশ করার মাধ্যমে ইনকাম করতে পারেন। আর এই ইনকাম করার জন্য একটা এডভারটাইজ বা বিজ্ঞাপন দাতা কোন প্লাটফর্মের পার্টনারশিপে জয়েন হতে পারেন।
কিন্তু আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদির টেকনিক খাটেও ইনকাম করতে পারেন। এক কথায় আপনি চাইলে আপনার ব্যক্তিগত বুদ্ধি এবং টেকনিকে কাজে লাগিয়ে ফ্রি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। আর আপনি চাইলে ফ্রি ওয়েবসাইট আপনার নিজস্ব কোন ট্রিক্সেও কাজে লাগাতে পারেন। আপনার ব্যাপার আমি চেষ্টা করব আজকের আর্টিকেলটি সহজ সরল এবং আপনার জন্য উপযোগী করে তোলার জন্য তাই মন দিয়ে আর্টিকেলটি পড়বেন।
বিশেষ দ্রষ্টব্যঃ আমার কথার ভিতরে, ছিল যেগুলি ভিডিও, অডিও, আর্টিকেল, কনটেন্ট রাইটিং ইত্যাদি কাজ করার টেমপ্লেট বা থিম আমার প্রোফাইলের গেলে সেগুলি পেয়ে যাবেন। (ইনশাল্লাহ!)
সহজ বিষয়টি হচ্ছে প্রফেশনাল হুবহু ভাবে APK Pure ওয়েবসাইটের মত ওয়েবসাইট তৈরি করা বর্তমানে আমার পক্ষে অসম্ভব। এমনকি দুই এক দিনের ভিতরে এ ধরনের ওয়েবসাইট কেউই তৈরি করতে পারবে না। এই নির্দিষ্ট ওয়েবসাইট টি বানাতে সময় সাপেক্ষ সহ অনেক অভিজ্ঞতা এবং নলেজ উভয় প্রয়োজন রয়েছে।
আসলে পারবেন কিন্তু হয়তো এরকম অভিজ্ঞতা ও অন্য কারোর মাধ্যমে কিন্তু সেখানে আপনার টাকা খরচ হবে ব্যাপক। কিন্তু আমি ফ্রিতে ১০ থেকে ২০ মিনিটের ভিতরে হুবহু APK Pure ওয়েবসাইটের মত প্রফেশনাল ওয়েবসাইট না বানানো শেখালেও। অনেকটাই মিল রেখে APK Pure ওয়েবসাইট এর মত ওয়েবসাইট বানানোর টিপস শেয়ার করতে পারি।
আপনাকে আমার নিজের বানানো ডেমো ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করতে হবে। এবং নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করে চিহ্নিত অংশে ক্লিক করবেন, তারপর ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা ব্লগার ওয়েবসাইট যেটা নিজস্ব প্ল্যাটফর্ম গুগলেরও বটে।
Amar ডেমো ওয়েবসাইট লিংকঃ Go
যদি আপনার ব্রাউজারে নিজের জিমেইল অ্যাকাউন্ট লগইন না থাকে তাহলে সেটি করে নিবেন। এবং এই জায়গায় আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য ক্রিয়েট ইওর ব্লগ নামক অপশনে ক্লিক করবেন। একটি ডিসপ্লে নাম দিবেন যে কোন কিছু হতে পারে তারপর আপনার কাঙ্খিত পাওয়া যায় এমন একটি ওয়েবসাইটের ডোমেইন নাম দিবেন (যেটি সাবডোমিন হিসেবে থাকবে)।
এখন আপনার (যেভাবে APK Pure ওয়েবসাইটের মত পুরোপুরি না পারলেও যতটুকু সম্ভব ততটুকু তৈরি করার জন্য) একটি টেমপ্লেট আপলোড করতে হবে।
আপলোড করার পূর্বে আপনাকে নির্দিষ্ট থিমটি ডাউনলোড করে নিতে হবে যেটা লিংক আমি নিচে দিয়ে দিব সেটি ডাউনলোড করে নেবেন। এবার চলুন আপলোড করতে হয় থিমটি তার পুরো বিষয়টি স্ক্রিনশট এর মাধ্যমে জেনে নেওয়া যাক।
আপলোড করার জন্য আপনার নির্দিষ্ট ওয়েবসাইট সিলেক্ট করে ৩ টি ডট লাইনে ক্লিক করবেন। না বুঝলে নিচের স্ক্রিনশটটি দেখুন।
এবং উপরোক্ত স্ক্রিনশটে থিম নামক যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন ইন্টারফেস বা একটি পেজ আসবে,,, যেখানে আপনার থিমটি আপলোড করতে হবে তার জন্য নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন। পাশাপাশি চিহ্নিত অংশে ক্লিক করে আপনার ডাউনলোড করার টেমপ্লেট টি সিলেক্ট করে দিন।
কিছুক্ষণ অপেক্ষা করার পর, আপনি ভিউ অপশনে ক্লিক করে আপনার সাইটে ভিজিট করে দেখুন টেমপ্লেট ঠিকঠাক কাজ করেছে কিনা এবং দেখতে কেমন। বাদবাকি কাজগুলি আপনারা আপনার মত এডিট করার প্রয়োজন হলে বা কাস্টমাইজ করতে, ক্রিকেট লাইনে লেআউট অপশনে যেতে পারেন। তাছাড়া এক্সপার্ট হলে আপনি এইচটিএমএল এডিট করেও আপনার ওয়েবসাইটটি আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবেন।
[ad_2]