[ad_1]
তোর মন খারপের রাতে,
যখন একলা আকাশ দেখিস,
খুব কাছেই আমি আছি,
তোর ইচ্ছে হলে ডাকিস।
মনে পড়ে তোর দুঃখ,
যেমন ডুবে সূর্য,
সকল ব্যকুলতায় আমি আছি পাশে,
আমি আছি, আমি আছি।
তোর রঙিন স্বপ্ন সব,
যদি হারিয়ে ফেলে রং,
গোধুলীর আবীর মেখে,
তোর রাঙিয়ে দিবো মন।
দুঃখের কালো মেঘ,
যদি আসে আঁধার করে,
আমি উড়িয়ে দিবো সব,
সুখের কালবৈশাখী ঝড়ে।
বন্ধু আমরা দুজন,
বন্ধু ছিলাম, থাকবো, আছি,
একটাই তো জীবন,
আয়, সুখ নিয়ে চল বাঁচি।
তোর দুঃখ আমার দুঃখ,
তোর সুখ আমার সুখ,
আমরা বন্ধুত্বে বদ্ধ,
আছি থাকবো।
তোর মনে পাঠাই আমি শক্তি,
ভালোবাসা আমার অগ্রজ,
তোর হারানো আশায় রঙিন পাখি,
তোকে দেব সব খুশির রাজ্য।
বন্ধুত্ব – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]