[ad_1]
নির্জনতার একটা দুপুর
কাটুক সেটা নীরবতায়;
অলসতার একটি বিকেল
নাহয় গেলো অবহেলায়।
রোমাঞ্চ নিয়ে একটি সন্ধ্যা
থাকবো তোমার অপেক্ষায়;
তোমার গায়ের গন্ধ শুঁকে
উতাল হবে মন দস্যিপনায়!
নিয়ন আলোর ছোট্ট রুমে
কফির মগে চুমুক চাই;
মুখোমুখির মাঝখানে
তোমার ভালোবাসাও চাই।
চাওয়া – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।
[ad_2]