সময় সংবাদ রিপোর্টঃ পটুয়াখালীর দুমকিতে হালিমা আক্তার মিম নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার তিন দিনের মাথায় রবিবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মীমের চাচাতো বোনের স্বামী মো: আরিফ হোসেন সিকদার (৩০) কে আটক করেছে পুলিশ।আটককৃত আরিফ উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে। দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার বলেন, আসল যে অভিযুক্ত তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আমাদের পুলিশ সুপার স্যার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত ঘটনা জানাবেন।