[ad_1]
প্রচন্ড জ্বর হোক,
কেউ যত্ন না করুক,
অবেলায় মৃত্যু হোক,
মৃত্যুর আগে একবার দেখা হোক।
নিঃশব্দ পৃথিবীর অভ্যন্তরে
শুনেছ কি কান পেতে?
কত কথা নৈশব্দে হয়ে যায়
অন্তহীন নীরবতার মাঝে।
অন্ধকার ভূমিগর্ভ হতে
আলোর মাঝে মেলে দিল কে?
আত্মত্যাগে নিমগ্ন হয়ে
গোপনে রয়ে গেল সে।
প্রতিদান চাইনি কখনও
অন্তরে বাহিরে দানের বিনিময়ে‚
জড়িয়ে থাকো মিলেমিশে
আলোর প্রেমে মগ্ন হয়ে।
আকাঙ্ক্ষা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৩টি মন্তব্য এসেছে।
[ad_2]