[ad_1]
মন আমার রয় যে পড়ে-
তোর খেয়ালে,
হৃদয়ে ছন্দ তুলে-
তোর পায়েলে.!
আজ আমি হারিয়ে যাবো-
তোর প্রেম সাগরে!
আমাকে যত্নে রাখিস-
তোর মনের ঘরে!
চল যায় আজ হারিয়ে-
দূর অজানায়.!
যে পথের সে হয়েছে-
দীল সীমানায়.!
তোমার তরে মন – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]