[ad_1]
তুমি যখন প্রশ্ন করো-
আমি কি তোমায় ভালবাসি?
অন্ধকারে লুকিয়ে মুখ
আমি নিজের মনেই হাসি।
উথালপাতাল খুঁজে মরি-
কোথায় যোগ্য শব্দ পাই;
মুখটি আমার আড়ালে ঢাকি
আঁধার কোণে রয়ে যাই।
এতোদিনেও বোঝেনি যে-
আজ বোঝাবো কোন ভরসায়;
না-বলা সেই ছোট্ট কথা
বলিনি কি কোনো ভাষায়?
ছোট্ট কথা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]