[ad_1]
এমন বিষণ্ণ দিন শেষে,
যদি খানিক আঁধার এসে!
ভীষণ আপন হয়ে বসে,
তোমার হৃদয় মাঝে?
তখন এই আমায় ছাড়া,
তুমি খুঁজবে বলো কাকে?
অন্ধকারে নীরবে কে,
প্রশান্তি দেবে কার সাথে?
আমি যে বিষণ্ণ আঁধারে,
হৃদয়ে ধারায় অন্ধকার,
ছিল একটি আলোর অম্বর,
তুমি আলো দিবে আমার?
হাসির আবেগে বিস্মৃত,
হৃদয়ে অবিলম্বিত,
তুমি আসবে আমার পাশে,
দিবে আলো, প্রকাশে?
আমি অপেক্ষায় বসে আছি,
মনে ভালোবাসা নিয়ে,
তুমি আসবে হাসি দিয়ে,
তবু কবে তুমি আসবে?
এমন বিষণ্ণ দিন শেষে,
যদি খানিক আঁধার এসে!
তোমার হৃদয় মাঝে,
আমি ছিলাম সবসময়ে।
বিষণ্ণ দিন শেষে – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]