[ad_1]
ফুলকুমারি, তুমি কি জানো
তোমার হাসির মাধুরি
আমার মনের কোনা কোনা
আলোর মতো ভরে দিয়েছে?
ফুলকুমারি, তুমি কি বুঝো
তোমার চোখের নিশিগন্ধা
আমার প্রাণের স্বর্গের দ্বার
খুলে দিয়েছে?
ফুলকুমারি, তুমি কি শুনো
তোমার কন্ঠের শ্যামা-রাগ
আমার হৃদয়ের সূরের সাগর
নিঃশ্বাসের মতো ভেসে উঠে?
ফুলকুমারি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]