[ad_1]
কেউ ভালোবাসো, একটু ভালোবাসো;
একবার মাত্র একবার এসে দেখো,
আমি কতটা অসহায় ভালোবাসা হীন।
না দেখা তোমার চোখের আলো,
না শুনা তোমার মিষ্টি কন্ঠ,
না বুঝা তোমার মনের ভাবনা।
কেউ ভালোবাসো, একটু ভালোবাসো;
নির্জনে, নির্বিশে, নির্বিঘ্নে এসে দেখো,
তুমি হীনা কেমন করে বাঁচি?
শুধু একবার মাত্র একবার এসে দেখো,
কতটা অসহায় ভালোবাসা হীন জীবনে
হারিয়ে সকল রঙ এখন একাকী।
কেউ ভালোবাসো – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]