[ad_1]
তুমি আবার জন্ম নিও,
আমি তোমারই প্রেমে পড়বো।
মেঘের মত কালো চুল,
আবার ফুলের মত হাসির ফুল।
তুমি আবার জন্ম নিও,
আমি তোমারই প্রেমে পড়বো।
সূর্যের মত জ্যোতি,
তোমার কাছে নিয়ে যাবো আমার চতুদর্শী।
যে বিপ্লবে আবার জন্ম নিয়েছি,
তুমি সে বিপ্লবে আমার সঙ্গে থাকবেই।
প্রেমের মাধুর্য ভরে দিতে আসবে,
তোমার আবার জন্ম হবে।
তুমি আবার জন্ম নিও,
আমি তোমারই প্রেমে পড়বো।
জীবনের শুরু তুমি হবে আবার,
আমার প্রেম তোমাকে নিয়ে যাবে বারবার।
আবারও প্রেমে পড়ব – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]