[ad_1]
কল্পনায় হোক সহস্র আলাপ,
আমি কল্পনায় হবো বিলাস।
তুমি হও যদি পুষ্প –
আমি হবো বাগান।
আমার বুকে হবে চাষ,
শত পুষ্পরাগ।
পুষ্পিত মন করে ছনছন
নিত্য পাওয়ার আশা।
এসো বিপাশা দাও দেখা,
দেখে হোক মরণ।
কল্পনা ও কবি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]