[ad_1]
সবার প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে । এখান থেকে আপনি assistant menu লিখে সার্চ করবেন l এরপর এরকম এই assistant menu লেখায় ক্লিক করবেন l
এবার আবার assistant menu লেখায় ক্লিক করবেন l
এখান থেকে অফ করা অংশটি অন করে দিবেন l
এখান থেকে আপনি show as edge icon অপশনটি অন করে দিবেন l এবং transparancy টি আপনার পছন্দমত কমিয়ে বাড়িয়ে নিবেন l এবং এসিস্ট্যান্ট মেনু সাইজ আপনার ইচ্ছামত ছোট বড় করে নিবেন l এবার আইটেম সিলেক্ট করার জন্য select assistant menu item লেখায় ক্লিক করবেন l
এখানে আপনি আপনার cursor পয়েন্ট টি পেয়ে যাবেন l যা আপনি আপনার আইটেমসে সিলেক্ট করে নিবেন l এবার দেখুন আপনার হোম স্ক্রিনে এরকম একটি অপশন অ্যাড হয়ে গেছে l
এখানে ক্লিক করলে এভাবে একটি সাইট বার ওপেন হবে
যেখান থেকে আপনি কার cursor te ক্লিক করবেন l
এবার এইখানে চলে এলো টাচপ্যাড এবং টাচপ্যাডে টাচ করলে আপনি মাউসের পয়েন্টটা দেখতে পাবেন l এবার এটি আপনার ইচ্ছামত যেকোনো জায়গায় সরাতে পারবেন এবং ক্লিক করতে পারবেন l যাদের ফোনে ডিসপ্লে ঠিকঠাকভাবে কাজ করে না তাদের জন্য আশা করি পোস্টটি অনেক উপকারে আসবে l
তাহলে আজকে আমার পোস্ট এ পর্যন্তই l আশা করি পোস্টটা অনেকেরই উপকারে আসবে l মানুষ মাত্রই ভুল হতে পারে l তাই পোস্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন l যাতে আমি সেটা পরবর্তীতে সংশোধন করে নিতে পারি l
অবশেষে সবাইকে ট্রিকবিডি সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি l সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই পোস্টটি পড়ার জন্য l
[ad_2]