মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ফুটবল ডেভেলপমেন্টের করণীয় প্রথম সাধারণ সভা 

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮ টাইম ভিউ

[ad_1]

মোঃ জুয়েল, বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: আমাদের ফুটবল আমরাই জাগিয়ে তুলব, আমাদের সোনালী অতীত আমরাই ফিরিয়ে নিয়ে আসব এই স্লোগানে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক।

এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গুলজার রহমান (মামুন), সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ নয়ন, সহ-সভাপতি কামরুজ্জামান সাজু, সহ-সভাপতি কমল চন্দ্র বর্মন,সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,ক্রীড়া সম্পাদক দিলীপ কুমার, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের ৪৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গুলজার রহমান (মামুন)।

প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক বলেন, আমার আমিত্বকে বিদায় দিয়ে আমাদের মনে করে কাজ করতে পারলেই সংগঠন এগিয়ে যাবে। সাধারণ সম্পাদক মোঃ গুলজার রহমান (মামুন) বলেন, জেলার ৮ ফুটবল একাডেমিকে সাথে নিয়ে পঞ্চগড়ে ফুটবলের জন্য ভালো কিছু করতে চাই। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এ সংগঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের সেই পরিশ্রম আমরা বৃথা যেত দেব না।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |