[ad_1]
তোর হাসিটা ভীষণ দামী,
জানি, তুই হলি মনের মনি।
মন খারাপি টা ও সস্তা না,
কিছু ভালো লাগেনা আর প্রাণে।
একলা ভীষণ তুই ছাড়া,
জীবনের গল্প হয়ে যায় শূন্য।
এই মন করিডোরের আস্তানা,
ভালোবাসার আসরে পাই না ঠানা।
তোর হাসির মধ্যে খোজে আমি,
জীবনের সব স্বপ্ন তুমি।
স্বপ্ন তুমি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]