[ad_1]
ভাঙে ঘর, ভাঙে খেলাঘর
ভরে দিক ধুলায় ধুলায়;
মূক ব্যথা জমে হৃদি ‘পর
ধুলা! নয়ন তবুও ভুলায়;
জানি আর পিছে চাওয়া নয়
গেছে মিটে হিসাব-নিকাশ;
জানি বৃথা স্মৃতিসঞ্চয়
তবু কেন নিভৃত শ্বাস?
কামনা সে অতীতেরে টানে
রাখে ধরে অসীমের বুকে;
সুখ-দুখ এক বলি, মানে
লাভ কি ক্ষতি; একত্রে চুকে।
স্মৃতিসঞ্চয় – কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]