[ad_1]
তোমার হাসি বর্ণিল আয়োজন,
মেঘের মতন হাসি ফুলে আসা স্বপ্ন।
তোমার হাসি মোহনার রং,
পৃথিবীকে আবির্ভূত করে সব অসীম সঞ্চয়।
চুলের মেঘবর্ণ শিরোনাম,
তোমার হাসি সৃষ্টি করে এক অদ্ভুত সাজ।
ভাই’র হাসি বড়ই ভালোবাসি
ভালোবাসি তোমাকে,
তোমার হাসি ই হোক সৃজন।
উৎসর্গ : হানিফ ইবনে হাসু ।
এত চমৎকার একটা লাইন লিখার জন্য।।
ভাই’র হাসি বড়ই ভালোবাসি – কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]