মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

যশোরে পাওনা টাকা চাওয়ায় ছেলেকে অপহরণ, আদালতে মামলা 

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৯ টাইম ভিউ

[ad_1]

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : ছেলেকে অপহরণের অভিযোগে চার জনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার অপহৃতের বাবা সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেন, জাকির হোসেন, মাহিম হোসেন ও বাবু।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন টিউবওয়েল মিস্ত্রির কাজ করেন। আসামি জুয়েল হোসেনের কাছে তিনি ২০ হাজার টাকা পেতেন। এ টাকা না দিয়ে আজ না কাল করে ঘোরাতে থাকে জুয়েল।

পাওনা টাকা পরিশোধের তাগিদ দেয়ায় জুয়েল ক্ষিপ্ত হয়ে গত ১৯ নভেম্বর সন্ধায় আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল হোসেনকে অপহরণ করে নরেন্দ্রপুর রাস্তার খাঁবাড়ির সামনে নিয়ে যায়।

এরপর জুয়েলের বাড়িতে আটকে রেখে মরপিট ও কাইচি গরম করে তার গায়ে ছ্যাক দেয়। গভীর রাতে আসামিরা মাদক সেবন করে ঘুমিয়ে পড়লে ফয়সাল হোসেন পালিয়ে বাড়ি চলে যায়। গুরুতর আহত ফয়সলাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |