সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

পরলোকে সংগীত শিল্পী আনোয়ার হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩ টাইম ভিউ

[ad_1]

(ছবিতে বা থেকে নাজমা আনোয়ার, প্রয়াত সংগীত শিল্পী অধ্যাপক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি এবিএম সালেহঊদদীন ও সাংবাদিক সাঈদ আবেদ নিপুকে দেখা যাচেছ ক্যালিফোনিয়ায় একটি অনুষ্ঠানে)

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: মৃত্যুর মিছিলে বিষাদের খবর শুনতে শুনতে আরও একটি মৃত্যুসংবাদ কানে এলো । বাপসনিউজকে জানালেন কবি ও লেখক এবিএম সালেহঊদদীন।

তিনি বলেন, স্তম্বিত হয়ে গেলাম। কিছুদিন আগে রিহাবে দেখতে গিয়ে অনেক সময় কাটিয়েছিলাম। তাঁর স্ত্রী সঙ্গীত শিল্পী নাজমা আনোয়ার/নাজমা আপাও ছিলেন। নিউইয়র্কে আমাদের দীর্ঘদিনের সংস্কৃতিবান সহযাত্রী বন্ধু সঙ্গীতশিল্পী অধ্যাপক আনোয়ার হোসেন খান (৮০) চিরকালের জন্য পরপারের অবিনশ্বরে চলে গেলেন গত ১১ ডিসেম্বর ২০২৩,সোমবার সকালে । মৃত্যুকালে সহধর্মিনী নাজমা আনোয়ার, এক মেয়ে এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রথমে শিল্পী মনিকা রায়ের ফোন । কিছুক্ষণ পরই সঙ্গীত শিল্পী নাজমা আপার (নাজমা আনোয়ার) কান্নাজড়িত ফোন।

কয়েকবছর (২০১৯) আগে তাঁদের বড় ছেলে ফাহিম আনোয়ার অকালে প্রাণ হারালে আনোয়ারভাই এবং নাজমা আপা খুব শোকগ্রস্ত ও বিচলিত হয়ে পড়েন। জামাইকা মুসলিম সেন্টারে ফাহিমের জানাজা হয়েছিল। ঠিক একইস্থানে (ডিসেম্বর ১২.২০২৩)আনোয়ার ভাই’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ছেলের অকাল মৃত্যুতে দুঃচিন্তায় তাঁরা দু’জনই লোকচক্ষুর আঁড়ালে অনেকটা নিরব হয়ে যান। আনোয়ারভাই কিডনী সংক্রান্ত রোগে কয়েকবছর যাবত ডায়লেসিস করে আসছিলেন। এছাড়া সার্জারীসহ অনেকগুলো জটিল সমস্যা নিয়ে তিনি প্রাণবন্ত থাকার চেষ্টা করতেন।

সেদিনও নাজমা আপার সঙ্গে কথা হয়েছিল যে, বাসায় যাব। আনোয়ারভাই’র সঙ্গে দেখা করে আসব । কিন্তু নানারকম ব্যস্ততার জন্য আর যাওয়ার সুযোগ হয়নি।

কেন যেন ইদানিং মনটা কাতর ও বিচলিত হয়ে যায়।

দীর্ঘ ২৫ বছরের( নিউইয়র্ক ) অনেক স্মৃতি। আন্তর্জাতিক লোক সম্মেলনসহ নিউইয়র্ক-এর বাইরেও আমরা কয়েকটি শহরের অনুষ্ঠানে গিয়েছি । কত অনুষ্ঠানাদি ও বাসায় কত ঘরোয়া আড্ডার আমরা অনেকই ছিলাম নিত্যকার সঙ্গী ।

তিনি ছিলেন সদাহাস্যময় বিনয়ী, বন্ধুপ্রিয় ও মানবিক গুণের অধিকারী।

আনোয়ারভাই পিন্টু ভট্টাচার্যের কয়েকটি রোমান্টিক গান বেশ সচ্ছন্দে গাইতে পারতেন ।

তন্মধ্যে যেমন তাঁর কন্ঠে শুনেছি;

১. “চলোনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে

ছায়ায় ছায়ায়

শুরু হোক পথচলা

শুরু হোক কথা বলা…”

২. “তুমি নির্জন উপকূলে নায়িকার মতো

পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে

ঢেকে মিষ্টি দু’চোখ, হলে লজ্জানত

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো…”

মহান আল্লাহপাক আনোয়ারভাই এবং নাজমা আপাও তাঁর পরিবারে এই বিষাদময় শোক কাটিয়ে উঠবার সুযোগ করে দেন। আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের পরমতম স্থানে রাখুন। মহাস্রষ্টা মহামহিম আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ছবিতে বাথেকে নাজমা আনোয়ার,প্রয়াত সংগীত শিল্পী অধ্যাপক আনোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খেকন,কবি এবিএম সালেহঊদদীন ও সাংবাদিক সাঈদ আবেদ নিপুকে দেখা যাচেছ ক্যালিফোনিয়ায় একটি অনুষ্ঠানে।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |