গঙ্গাচড়ায় পুলিশের উপর অতর্কিত হামলা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় অভিযোগের তদন্তে গিয়ে পুলিশ সদস্যের উপর অতর্কিত হামলা করে আহত করার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছে ৫ জন পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, থানায় দেয়া অভিযোগ তদন্তে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী। ঘটনায় একজন গুরুতর আহতসহ অপর ৪ জন সদস্য বিভিন্ন ভাবে আঘাতের শিকার হয়।

এ সময় পুলিশ সদস্য উপপরিদর্শক রেজায়ে রাব্বির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর নগরীর সিও বাজার এলাকার মাহবুবুর রহমান (৭০) উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকার আশরাফুলের (৪০) কাছ থেকে ৭২ শতক জমি বায়নাপত্র করেন। এর মধ্যে ২৫ শতক জমির টাকা বুঝিয়ে দেয়া হয় বলে জানা যায় । বায়না নামায় উল্লেখ রয়েছে, ছয় মাসের মধ্যে জমির সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে জমির মালিকের কাছ থেকে দলিল করে নেবেন মাহবুবুর রহমান। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও টাকা বুঝিয়ে দিয়ে জমির দলিল নিতে ব্যর্থ হন তিনি। ফলে জমির মালিক আশরাফুল শুক্রবার তার জমিতে লোকজন নিয়ে গাছ লাগাতে গেলে মাহবুবুর রহমান থানায় অভিযোগ দেন।

অভিযোগ পেয়ে পাঁচ পুলিশ সদস্য অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে যান। এ সময় আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করলে তার পাশে থাকা লোকজন উত্তেজিত হয়ে তদন্ত কাজে বাধা দেন। পরে পুলিশ তদন্ত শেষে চলে আসার পথে তাদের গাড়ীর গতিরোধ করে পুলিশের কাছে থাকা অস্ত্র, ওয়াকিটকি ও হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা করেন এবং তাদের ঘিরে আটক করে রাখেন। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ তাদের উদ্ধার করতে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় এক নারীসহ ৩ জনকে ঘটনায় জরিত সন্ধেহে আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আটককৃত তিনজনের মধ্যে দুজন ঘটনার সঙ্গে জরিত থাকায় তাদের আটক দেখিয়ে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর একজন মিরকুলাল (৪৫) কে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়। মামলায় আটককৃতরা হলেন–জাকির হোসেন (৩৭), ময়না বেগ।

এদিকে আজ শনিবার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রামবাসীরা পুলিশের উপর অতর্কিত হামলায় নিজেদের দায় এড়াতে এবং পুলিশের উপর পাল্টা দায়ভার চাঁপাতে গণমাধ্যম কর্মীদের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অপকৌশল অবলম্বন করার পায়েতারা করছে ।

এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে মামলার তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।



Source link

IT Amadersomaj