ফুলপুরে পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার – বাংলাদেশ সকাল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


রবিউল হক বাবু॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ

রবিবার (২৫ জুন) দুপুরে ময়মনসিংহ সদরের তিনকোনা এলাকার মেয়ের ভাড়াটিয়া বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাহাবুব আলম মন্ডল (৭০)ফুলপুর উপজেলার পশ্চিম বাখাই গ্রামের পিতা মৃত বসির উদ্দিন মন্ডলের পুত্র।

তিনি ১৯৯০ সালের পূর্বে কমিউনিস্ট পার্টির সদস্য ছিল।১৯৯০-১৯৯৩ সাল পর্যন্ত বিএনপি’র ফুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল।২০১২-১৪ সালে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব ছিলেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার বিরুদ্ধে হত্যা,গণহত্যা,অপহরণ আটক,নির্যাতন,ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

উক্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০০৯ সালে মামলা রুজু হওয়ার পর থেকে দীর্ঘ ১৪ বছর আত্মগোপনের জন্য তিনি নিজ এলাকা ছেড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে তিনি নিয়মিত স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করতে থাকেন।তিন দিন আগে ঈদ উপলক্ষে ময়মনসিংহে তার মেয়ে উর্মি আক্তারের ভাড়াটিয়া বাসা এলে পুলিশের জালে ধরা পড়ে।

তার বিরুদ্ধে রুজুকৃত মামলার বাদী পরিমল চন্দ্র দাসের পিতা যোগেশ চন্দ্ৰ দাসসহ তার অন্যান্য আত্মীয় মোট ০৯ জনকে টেনে-হিঁচড়ে কংস নদীর পাড়ে নিয়ে যাওয়া এবং রাইফেল ও স্টেনগান দিয়ে নির্বিচারে নৃশংসভাবে গুলি করে হত্যা, তৎকালীন সময়ে লুটপাট সহ অসংখ্য অভিযোগ আছে।

IT Amadersomaj