ভূরুঙ্গামারীতে যুব কল্যাণ সংস্থার ‘মাদক বিরোধী আন্দোলন’

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥অপকর্ম রোধে অপকর্মের ব্যবহার মাদক বিক্রেতার বাড়ী হোক গণ শৌচাগার শ্লোগানকে সামনে রেখে ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার আয়োজনে মাদক বিরোধী আন্দোলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট সোমবার বিকালে ভূরুঙ্গামারী কেজি স্কুল মাঠে এ মাদক বিরোধী আন্দোলন আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি শামসুজ্জামান সোহাগের সভাপতিত্বে খোরশেদ আলমের সঞ্চালনায় এতে উপস্তিতির ছিলেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল্লাহ আল মামুন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন, তিলাই স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ সহ স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। প্রতিমাসেই অন্তত একবার মাদকবিরোধী সমাবেশের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করতে সমাজে মাদকের চাহিদা কমাতে হবে। সর্বপরি প্রশাসন ও স্থানীয় জনগণের পারস্পরিক তথ্য আদান প্রদানের মাধ্যমে মাদক সহ অন্যান্য সামাজিক অপরাধ হ্রাস করা সম্ভব হবে।

IT Amadersomaj